নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র কিনেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমূর আলম খন্দকার।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে তিনি নিজে মনোনয়নপত্র কিনেন। এর আগে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপাতত মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জনগণের ইচ্ছায় আমি মেয়র প্রার্থী হয়েছি। আমি জনগণের মেয়র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
ইভিএমে নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৈমুর বলেন, ইভিএম হচ্ছে ভোটচুরির বাক্স। নির্বাচন সংশ্লিষ্ট সকলকে হুঁশিয়ারি দিয়ে তৈমুর বলেন, ভোটচুরির কোনো প্রকার চেষ্টা করা হলে আইনের হাতকড়া সবার হাতে পড়ানো হবে।
নারায়ণগঞ্জের হকার ইস্যুতে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সুরে সুর মিলিয়ে বলেন, রাষ্ট্রীয় কাজে পৃথিবীর বিভিন্ন দেশে আমাকে সফর করতে হয়েছে। আমি আমেরিকার রাস্তায় দেখেছি হকার রয়েছে, সুইডেনের রাস্তায় দেখেছি হকার আছে, তাহলে বাংলাদেশে কেনো থাকবে না। মানুষ সুন্দর রাস্তা দিয়ে হাঁটবে, হকারও তাদের পণ্য নিয়ে বসবে। তাদেরকে জোর করে উঠিয়ে দেয়া যাবে না।
আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন জানিয়ে তৈমুর বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এবার লড়াই করবেন এবং সকলের সহযোগিতায় বিজয় ছিনিয়ে আনবেনন। সেইসাথে এবারের নির্বাচনে নেতা কর্মীদের জন্য একটি শ্লোগান নির্ধারণ করে দেন “নিজের খাইয়া তৈমুর”।