আবুল জাহেরের মৃত্যুতে জেলা ও মহানগর পূজা পরিষদের শোক

নারায়ণগঞ্জ মেইল: জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।
শনিবার ১৫ আগস্ট এক শোকবার্তায় নাঃগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য বন্দর ইউনিয়ন পরিষদের দীর্ঘ সময়ের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল জাহের ১৫ আগস্ট শনিবার রাত ২টায় ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ