নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। যেকোনো সময় ভেঙ্গে দেয়া হতে পারে এই কমিটি- এমনটাই জানা গেছে। আর নতুন কমিটির দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির দুই প্রভাবশালী নেতা নজরুল ইসলাম আজাদ এবং মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। জেলা যুবদলের কমিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তারা দুজন ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবদলে লবিং শুরু করে দিয়েছেন বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র।
অনুসন্ধানী সূত্রে জানা গেছে, জেলা যুবদলের কমিটি নিয়ন্ত্রণে রাখতে উঠেপড়ে লেগেছেন নারায়ণগঞ্জ বিএনপিতে কমিটি বাণিজ্যের হোতা নজরুল ইসলাম আজাদ। সাবেক যুবদল নেতা সাদেকুর রহমান সাদেককে সভাপতি করতে চাইছেন তিনি।
অপরদিকে নারায়ণগঞ্জ বিএনপির আরেক সুবিধাবাদী নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে নতুন কমিটির সভাপতি বানিয়ে যুবদলের কমিটিটা নিজের নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
তৃণমূল সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, আজাদের মনোনীত সভাপতি প্রার্থী সাদেকুর রহমান সাদেক এবং দিপু ভূঁইয়ার মনোনীত সভাপতি প্রার্থী গোলাম ফারুক খোকন- এ দু’জনের বিরুদ্ধেই তৃণমূলের রয়েছে বিশাল ক্ষোভ। কারণ এই দুই নেতা বিগত সময়ের আন্দোলন সংগ্রামে রাজপথে উপস্থিত ছিলেন না। মামলা-হামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে কখনো দাঁড়ান নাই। বর্তমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন দায়িত্ব পাওয়ার পরে কয়টা মিটিং মিছিলে অংশ নিয়েছেন, তা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না। আর সাদেকুর রহমান সাদেক শুধুমাত্র নজরুল ইসলাম আজাদ যদি নারায়ণগঞ্জের কোথাও পা রাখে, তখন তার পাশে ফটোসেশন করা ছাড়া সাদেককে আর কোথাও খুঁজে পায়নি তৃণমূল। তাই এ দু’জনকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পরবর্তী কমিটির নেতৃত্বে দেখতে চায় না তৃণমূল নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ অক্টোবর শহিদুল ইসলাম টিটুকে সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
আংশিক কমিটির সদস্যরা হলেন সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, সহ সভাপতি একেএম আমিরুল ইসলাম ইমন, সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চয়ন।
আংশিক কমিটি ঘোষণার প্রায় ছয় মাস পরে ২৩ মার্চ শহীদুল ইসলাম টিটুকে সভাপতি গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।