খালেদা জিয়ার বিদেশ যেতে আইনগত বাঁধা নেই: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া একান্ত জরুরি। তার বিদেশযাত্রায় আইনগত কোনো বাঁধা নেই, বাঁধা হচ্ছে এই স্বৈরাচারী সরকার। এই স্বৈরাচারী সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে বেগম খালেদা জিয়াকে তিল তিল করে হত্যা করার পরিকল্পনা করেছে। কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য সারা বাংলাদেশের আইনজীবী সমাজ জেগে উঠেছে। প্রয়োজনে আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আইনজীবী মহাসমাবেশে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব এডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনজীবী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকায় আইনজীবী মহাসমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ হাইকোর্টের সামনে এসে জড়ো হয়। তারপর একটি বিশাল মিছিল নিয়ে তারা প্রেসক্লাবের সামনে আইনজীবী সমাবেশে যোগ দেয়। এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ।

খালেদা জিয়ার মুক্তির মিছিলে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক নয়নসহ শতাধিক বিএনপিপন্থী আইনজীবী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ