নারায়ণগঞ্জ মেইল: দরজায় কড়া নাড়ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। ইতিমধ্যেই সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়ে গেছেন বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটির ভোটাররা অপেক্ষায় দিন গুনছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেই সাথে নতুন অভিভাবক নির্ণয়ে অতীত কর্মকাণ্ডের চুলচেরা বিচার বিশ্লেষণেও ব্যাস্ত সময় পার করছেন সিটির ভোটাররা। বিশেষ করে মহামারী করোনাভাইরাসের দুর্যোগে সাধারণ মানুষের পাশে কোন নেতার অবদান কতখানি ছিলো সেটাই ভোট প্রদানে মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করেন নগরবাসী।
নগরবাসীর মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী পেশায় একজন চিকিৎসক। একজন জনপ্রতিনিধির পাশাপাশি একজন চিকিৎসক হওয়ায় করোনা মহামারিতে আইভীর কাছে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা ছিলো আকাশচুম্বি। কিন্তু মেয়র হিসেবে জনগনের পাশে দাড়ানোর বা দুস্থ্য অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়ানোর কথা থাকলেও করোনাকালীন সময়ে বাসা থেকেই বের হননি তিনি। যে নারায়ণগঞ্জবাসী বারবার ভোট দিয়ে সেলিনা হায়াত আইভীকে মেয়র নির্বাচিত করেছেন, চরম দু:সময়ে তারা তাদের সেই প্রিয় মেয়রকে খুঁজেই পাননি তারা। লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজের হাতে এক মুঠো চাল দিতেও দেখা যায়নি তাকে। সরকারী ত্রাণের পাশাপাশি জনপ্রতিনিধিরা তাদের ব্যক্তিগত তহবিল থেকেও সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকলেও নাসিক মেয়র আইভী সে কাজটিও করেননি।
একজন জনপ্রতিনিধির পাশাপাশি সিটি মেয়র আইভী একজন চিকিৎসকও। নামের আগে সব সময় ডা: কথাটি লেখা থাকলেও নারায়ণগঞ্জবাসী তার চিকিৎসা সেবা কখনো পাননি। তাই এবার ভয়াবহ করোনা ভাইরাসের প্রকোপে নগরবাসী ভেবেছিলো চিকিৎসক আইভীর সেবা পাবেন নারায়ণগঞ্জবাসী। কিন্তু তাদের সে আশায়ও গুড়েবালি দিয়েছেন নাসিক মেয়র। সারা দেশের চিকিৎসক সমাজ যেখানে মৃত্যু ভয়কে উপক্ষো করে করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইনার হিসেবে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, সেখানে ডা: সেলিনা হায়াত আইভী নিজেকে গুটিয়ে রেখেছিলেন নিজ বলয়ে। করোনা মহামারীকালে যে যেভাবে পেরেছেন এই দূর্যোগ মোকাবেলায় সর্ব শক্তি নিয়োগ করছেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সরকারী ত্রাণ বিতরণ আর শহরে কিছু জীবানুনাশক ছিটিয়ে দেয়া ছাড়া করোনা প্রতিরোধে নাসিকের আর কোন কার্যক্রম নজরে আসেনি নগরবাসী যা ক্ষুব্দ করেছে তাদের।