খোরশেদ অনুসারীদের গুন্ডামি, ভন্ডামি!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটিতে পদ বঞ্চিত খোরশেদ অনুসারী নেতাকর্মীরা ক্রমেই হিংস্র হয়ে উঠছে বলে দাবি করেছেন তৃণমূল। পদের লোভে রাজনৈতিক চর্চা আর সভ্যতা ও শালীনতার জলাঞ্জলি দিয়ে অনেকটা সন্ত্রাসী কায়দায় নতুন কমিটির নেতাদের হুমকি দিতে দেখা যাচ্ছে তাদেরকে। সন্ত্রাসীদের মতো লাঠিসোটা নিয়ে শহরে মহড়াও দিয়েছেন তারা। এতে করে তাদের প্রকৃত রূপ বেরিয়ে আসছে বলে মনে করেন যুবদলের তৃণমূল নেতাকর্মীরা। সেই সাথে ভবিষ্যতে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি জানিয়েছেন তারা।

ঘটনা সুত্রে জানা যায়, শনিবার (২০ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় কোনো কর্মসূচি ছিল না। কিন্তু কর্মসূচির নামে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের অনুসারী যুবদল নেতারা সাবেক ছাত্রদল সভাপতি মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় লাঠিসোটা নিয়ে মহড়া দিয়েছে। এসময় তারা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ নেতাদের নাম ধরে অশ্লীল ভাষায় গালাগালি করেছেন এবং তাদের মেরে হাত-পা ভেঙে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন। মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিবের ফেসবুক লাইভে এসব হুমকি দেয়া হয়। তাদের গালাগালির ভাষা এতটাই অশ্লীল ছিলো, যা শুনে লজ্জায় মাথা নোয়াতে বাধ্য হয়েছেন অনেক সিনিয়র নেতাও। শুধুমাত্র পদ পদবীর লোভে মানুষ যে কত নিচে নামতে পারে, তা আজকে প্রমান হয়েছে খোরশেদ অনুসারী নেতাকর্মীদের আচার-আচরণে।

কেন্দ্রীয় কোনো কর্মসূচি না থাকলেও এসব পদবঞ্চিত যুবদল নেতাকর্মীরা শহরের আমলাপাড়া, মিশন পাড়া, ডন চেম্বার ঘুরে খানপুর হাসপাতাল পর্যন্ত গিয়েছে, যেটাকে অনেকে সন্ত্রাসীদের মহড়া দেয়ার সাথে তুলনা করেছেন। এ সময় তাদের হাতে লাঠি সোটা দেখা গেছে এবং যুবদলের সুপার ফাইভের নেতাদের নাম ধরে গালাগালি করতে, তাদেরকে মারার হুমকি দিতে শোনা গেছে। আর এসব কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয়েছে। এতে করে রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা তারা লংঘন করেছেন বলে দাবি তৃণমূল নেতাকর্মীদের। সেই সাথে এধরনের উৎশৃংখল আচরণ ভবিষ্যতে আর সহ্য করা হবে না এবং প্রয়োজনে এর দাঁতভাঙ্গা জবাব তাদেরকে দেয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তারা।

পদের লোভে সন্ত্রাসীদের মতো গুন্ডামি করেই তারা ক্ষান্ত হননি, সেই সাথে মিথ্যা গুজব ছড়িয়েছেন খোরশেদ অনুসারী যুবদল নেতাকর্মীরা। মহানগর যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মমতাজউদ্দীন মন্তর বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে তার সম্মানহানি চেষ্টা করেছেন তারা। লাঠিসোটা নিয়ে মহড়া দেয়ার সময় মমতাজউদ্দীন মন্তুকে ধাওয়া করেছেন বলে প্রচার করেছেন তারা এবং তাদের নিয়ন্ত্রণাধীন নামসর্বস্ব কিছু গণমাধ্যমে সেটা প্রকাশও করেছেন।

এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে যুবদলের আহবায়ক মমতাজউদ্দীন মন্তু জানিয়েছেন, তিনি সেসময় নারায়ণগঞ্জে ছিলেনই না, সেসময় তিনি ছিলেন ঢাকায়। তার সম্মানহানির জন্য এ ধরনের মিথ্যার আশ্রয় নিয়েছে তারা, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরো বলেন, এখন দলের চরম দুঃসময়। আমাদের দলীয় চেয়ারপারসন আমাদের মা বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। এখন পদের জন্য নিজেরা এভাবে হানাহানি করা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচার হতে পারেনা। আমি সবাইকে বলবো সকল ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হতে। রাজনীতি দলের জন্য, রাজনীতি দেশের জন্য, রাজনীতি কোনদিন পদের জন্য হতে পারে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ