নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লা থানাধীন কাশীপুরে বিট পুলিশিং কার্যালয়ে ফতুল্লা থানার দুই কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় চিহিৃত এক মাদক ব্যবসায়ী। ফুল দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ বিরুপ মন্তব্য করেছেন।
জানা গেছে, বুধবার ফতুল্লা থানার ৮নং বিট পুলিশিং কার্যালয়ে যান ফতুল্লা মডেল সানার ইন্সপেক্টর (তদন্ত) তরিকুল ইসলাম ও ইন্সপেক্টর (অপারেশন) মোজাম্মেল হক। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাশীপুর স¤্রাট হল এলাকার কাদির মিয়ার পুত্র জসিম। জসিম এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। ফতুল্লা থানা পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, জসিম আগে প্রকাশ্যে মাদক বিক্রি করতো। মাদকসহ পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিল। এরপর কৌশল পাল্টে প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে মাদকসহ নানা বিতর্কিত কর্মকা-ের সাথে জড়িত। এছাড়াও জসিম একজন পেশাদার সন্ত্রাসী। তার মত একজন বিতর্কিত লোককে বিট পুলিশিংয়ের কার্যালয়ে হতাশ হয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের বিভিন্ন মন্তব্য এই প্রতিবেদকের কাছে সংগ্রহে রয়েছে। স্থানীয়রা আরো জানান, পুলিশের সাথে সাধারণ মানুষের সমন্বয় বাড়াতে এই বিট পুলিশিং কার্যক্রম করা হয়েছে। অথচ এই কার্যালয়ে যখন অপরাধীরা দাপটের সাথে আড্ডা দিলে পুলিশের ইমেজ ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পুলিশের প্রতি আস্থা কমে যায়। এব্যাপারে ফতুল্লা থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি তাদের জানা ছিল না। তবে ভবিষতে বিষয়গুলো নজরে রাখা হবে।