নারায়ণগঞ্জ মেইল: দীর্ঘ দুই মাস দশ দিন কারাভোগের পর নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মসিউর রহমান রনি। হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন লাভ করে সোমবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান ছাত্রদল সভাপতি মশিউর রনি।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট রাতে রাজধানী ঢাকার বাংলামোটর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা পুলিশ। পরে রনিকে ফতুল্লা থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান রনির গ্রেফতারের বিষয়ে বলেছিলেন, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিনটি মামলায় রনির সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। কিন্তু সে বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। ওই তিন মামলায় রনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা নং- ৩৩(৩)২১, ৩৪(৩)২১, ৩৫(৩)২১ ও ১(৪)২১
এর আগে গত ১৭ আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জম্মদিন উপলেক্ষ মাসদাইর এলাকায় জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকারের বাড়ি মজলুম মিলনায়তনে ফতুল্লা থানা ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি পুলিশের বিরুদ্ধে বক্তব্য দেন। রনি তার বক্তব্যে বলেন, আজ (গত মঙ্গলবার) ঢাকার কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি এককভাবে শেখ হাসিনার ? আমি বলে দিতে চাই যদি এককভাবে শেখ হাসিনার হয়ে থাকেন, আপনারা যে পোশাক পরিধান থাকেন, সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল চিন্তা করে, তারেক রহমান চিন্তা করে, তবে পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান টু ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।’