নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে৷ এতে রক্তাক্ত জখম হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ওমর ফারুক৷ শনিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এই ঘটনা ঘটে৷
ওই এলাকাতেই প্রার্থীর বাড়ি৷ সেখানে তাদের নির্বাচনী ক্যাম্পও ছিল৷ হাতপাখার প্রার্থীর সমর্থকদের অভিযোগ, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী এই হামলায় অংশ নেয়৷ হামলাকারীরা মোটরসাইকেলে মহড়া দিয়ে হামলা করে৷ তারা গেদ্দারবাজার এলাকায় হাতপাখার নির্বাচনী ক্যাম্পটিও ভাঙচুর করেছে৷ আহত প্রার্থী ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷ এই ঘটনায় ইসলামী আন্দোলনের নেতারা মামলার প্রস্তুতি নিয়েছেন৷
হামলার ঘটনার নিন্দা জানিয়ে মহানগর ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সংবাদকে বলেন, শুরু থেকেই তাদের প্রার্থীর উপর চাপ ছিল৷ কর্মী-সমর্থকদের উপর লাগাতার হুমকি আসছিল৷ এখন এই ধরনের বর্বরোচিত হামলার ঘটনা ঘটানো হয়েছে৷ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন ইসলামী আন্দোলনের এই নেতা৷