আলীরটেকে কয়েক হাজার জামাত-হেফাজত কর্মীর জন্য নৌকার প্রার্থী জাকিরের ভুড়িভোজ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও জামায়েত ইসলামের নেতাকর্মী সহ বেশকটি মাদ্রাসার শিক্ষার্থীদের কয়েক হাজার মানুষের জন্য ভুড়িভোজ করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে জাকির হোসেন এই কর্মকান্ড করে গেলেও তার বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। উল্টো সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

অভিযোগ ওঠেছে, ২৯ অক্টোবর শুক্রবার বাদ জুমা আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লংঘন করে আলীরটেক ডিক্রিরচর বাজার সংলগ্ন মাঠে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের পক্ষে কয়েক হাজার মানুষের ভুড়িভোজের আয়োজন করা হয়।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সায়েম আহমেদ নির্বাচনের দায়ত্বে থাকা নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। উল্টো শুক্রবার বাদ জুমা জাকির হোসেনের এই ভুড়িভোজের অনুষ্ঠানের চারপাশে পুলিশি প্রহরা দেখা গেছে। ফলে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে প্রশ্ন ওঠেছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উল্টো ভুমিকায় স্থানীয়রা সুষ্ঠু নির্বাচনের আশা দেখছেন না।

এদিন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেনের পক্ষে হেফাজতের শত শত নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শোডাউন করেছেন।

হেফাজতে ইসলাম ও জামায়েত ইসলামের নারায়ণগঞ্জ জেলার শীর্ষ নেতারা সহ ফতুল্লার কাশিপুর মাদ্রাসা, মুক্তারকান্দী মাদ্রাসা, ডিক্রিরচর মাদ্রাসা ও আলীরটেক ইউনিয়নের আশপাশের ব্রিকফিল্টের (ইটখোলা) শ্রমিকদের নিয়ে এই শোডাউন করেছে হেফাজতে ইসলামের নেতারা। যেখানে মাওলানা ফেরদাউসুর রহমান ছাড়াও হেফাজতে ইসলামের নেতা মাওলাসা হারুন অর রশীদ, মাওলানা দেলোয়ার হোসেন সায়েম, মাওলানা দেলোয়ার হোসেন সহ শীর্ষ নেতারা নৌকা প্রতীকের পক্ষে এই শোডাউন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ