বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে জেলা আ’লীগের দোয়া

নারায়ণগঞ্জ মেইল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৮ আগস্ট) বিকেলে শহরের ২নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু হতে পেরেছিলেন।

তিনি আরও বলেন, বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব জানতেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হবেন। তবে বঙ্গমাতা বেগম মুজিব জানতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের মুক্তির জন্য লড়াই করছেন। বেগম মুজিব কখনো কোন কিছুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কোন অনুযোগ করেননি। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহীদ বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. নুরুল হুদা, উপ- প্রচার সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক এম এ রাসেল, উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, কার্যকরী সদস্য আমজাত হোসেন, মতিউর রহমান, নারায়ণগঞ্জ জেলার ব্যাংক ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসীম উদ্দিন, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান বুলেট প্রমুখ।

এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছাসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদসহ মরনঘাতী করোনা ভাইরাসে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ