সাংসদ শামীম ওসমানের শশুর সাইফুদ্দিন আহমেদ আর নেই

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের শ্বশুর ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর পিতা নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইফুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে নিশ্চিত করেছে মরহুমের পরিবার। মরহুমের নামাযের জানাযা বাদ আসর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ