নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ ও ১৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর শওকত হাশেম শকু ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। নিজ নিজ ওয়ার্ড থেকে পরপর তিনবার তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন কিন্তু এবারের নির্বাচনের আগে দুজনেই রয়েছেন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে কাউন্সিলর খোরশেদ রীতিমতো অস্তিত্ব সংকটে। অপরদিকে কাউন্সিলর শওকত হাসেমের বিরুদ্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন। তাই অন্য বারের মত এবার আর সহজে পাশ করার উপায় নেই তাদের সামনে।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের রাজনৈতিক ক্যারিয়ার এখন রীতিমত হুমকির মুখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ছিলেন তিনি কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার কমিটি ভেঙ্গে দেয়া হয় কেন্দ্র থেকে। তাই রাজনীতিতে এখন তার নেই কোন পদ পদবী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচন করবেন না এই ঘোষণা দিয়েছিলেন গত সিটি নির্বাচনের পূর্বে। আর মেয়র পদে নির্বাচনের স্বপ্নও তার পূরণ হচ্ছে না। কারণ তার দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও জনৈক সায়েদা শিউলি নামক এক নারীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় করোনা বীর খোরশেদের জনপ্রিয়তাও আকাশ থেকে মাটিতে চলে এসেছে। দলীয় পদ পদবী তো গেছেই, এবার জনপ্রতিনিধির পাওয়ারটুকুও চলে গেলে কি থাকবে খোরশেদের কাছে- এ প্রশ্ন এখন নগরবাসীর মুখে মুখে। নিজের অস্তিত্ব রক্ষাই এখন খোরশেদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকুও তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি। বিগত নির্বাচনগুলোতে বিএনপির শকুর উপর সরকারি দলের একটি অদৃশ্য সমর্থন ছিলো। তাই শকুর বিপক্ষে বড় কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেননি। অনেকটা বিনা বাঁধায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু এবারের সিটি নির্বাচনে শকু খুব সহজে পার পেয়ে যাবেন বলে মনে হচ্ছে না। কারণ শকুর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর ভাগিনা জুয়েল এলাকায় বেশ জনপ্রিয়। তাছাড়া সরকারি দলের নেতা হওয়ায় নির্বাচিত হওয়ার সম্ভাবনাও জুয়েলের অনেক বেশি। তাই এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।