নারায়ণগঞ্জ মেইল: “হেল্পিং হ্যান্ড” সংস্থার উদ্যোগে এবং মোঃ এজাজ আহম্মেদ ও নবীনগর ঐক্যজোট যুবসমাজ এর সার্বিক সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়।
সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন নবীনগর গ্রামে ‘হেল্পিং হ্যান্ড ’ একটি স্বেচ্ছা প্রণোদিত সেবা সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর ) নবীনগর পূরান শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ক্যাম্প চলে দুপুর ৩টা পর্যন্ত।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্ত গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা এবং পেসার মাপা হয় ক্যাম্পে বিশেষজ্ঞ ৮ জন চিকিৎসকের মাধ্যমে এলাকার প্রায় ১২ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান সহ রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এজাজ আহম্মেদ ও নবীনগর ঐক্যজোট যুবসমাজ সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রিয়াদ, সাধারণ সম্পাদক সারফারাজ খান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত তালুকদার, সহ হাসান, আবুল বাশার বাবু, ইয়াদ, ইমতিয়াজ, হৃদয়, পিয়াস, নিশাদ, নাদিম, সোহাগ, মেহেদী, জয়ন, রাসেল, পিয়াস, শেখ মাহি সহ ‘হেল্পিং হ্যান্ড ’সংগঠনের সালাউদ্দিন, শাহাদাত, নিশাদ, ইব্রাহিম, ফরহাদ, সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘হেল্পিং হ্যান্ড ’সংগঠনটির মোঃ শাহাদাত জানান এই করোনা কালীন মহাদুর্যোগের সময় গ্রামের মানুষ বিশেষ করে যারা অসহায় ও দুঃস্থ তারা মারাত্মকভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই লক্ষ্যে ‘হেল্পিং হ্যান্ড ’ একটি স্বেচ্ছা প্রণোদিত সেবা সংঘ’র আয়োজনে এবং মোঃ এজাজ ভাই ও নবীনগর ঐক্যজোট সংঘের সার্বিক সহযোগিতায় তাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগেও আমার ইউনিয়ন এর বিভিন্ন জায়গায় এই ধরনের ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।
এ সময় মোঃ এজাজ আহম্মেদ বলেন ‘হেল্পিং হ্যান্ড ’ একটা ভালো সংগঠন তারা সব সময় ভালো কাজে এগিয়ে আসে সেটা আমি জানি অনারা এই ধরনের ফ্রী মেডিকেল ক্যাম্প শম্ভুপুরা ইউনিয়ন এর বিভিন্ন জায়গায় এর আগে ও আয়োজন করেছে ইনশাআল্লাহ আমি ‘হেল্পিং হ্যান্ড ’ সংগঠনের মতো ভালো সংগঠনের সাথে সব সময় থাকবো তোমরা যখনি আমাকে ডাকবে আমি সব সময় পাশে থাকবো।।