নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক হাবিবুল্লা রানাসহসহ নারায়ণগঞ্জের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। তবে অভিযান পরিচালনার সময় ফেন্সিডিলের মূলহোতা জুয়েল দৌড়ে পালিয়ে যায়। এরা সকলেই প্রভাবশালী এক জনপ্রতিনিধির শেল্টারে রয়েছেন। সোমবার রাতে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন নতুন রাস্তা এলাকা থেকে ২শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হলেও বিষয়টি নারায়ণগঞ্জে জানাজানি হয়নি।
বৃহস্পতিবার আসামীদের রিমান্ড শেষে আদালতে পাঠানোর সময় নারায়ণগঞ্জের এক ব্যক্তি দেখার পর বিষয়টি জানাজানি হয়। গ্রেফতারকৃতরা হলেন, বন্দরের কুশিয়ারা এলাকার আমান মিয়ার ছেলে নূরে আলম শান্ত, বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত আব্দুল জলিল মুন্সির ছেলে হাবিবুল্লাহ রানা ও বন্দর শাহী মসজিদ এলাকার নুর ইসলামের পুত্র রাসেল রানা। এসময় একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ- ১৯-৯৪৩৯) জব্দ করে র্যাব।
অনুসন্ধানে জানাগেছে, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল গ্রেফতার কৃত তিনজন। তবে এই ফেন্সিডিলের মূল মালিক হলেন বন্দরের সেলসারদী এলাকার আব্দুল আওয়ালের পুত্র জুয়েল। র্যাবের অভিযানের সময় জুয়েল পালিয়ে যায়। প্রভাবশালী সাংসদের শেল্টার থাকায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করে আসছিল জুয়েল ।