নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক শহিদুল ইসলামের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মমতাজউদ্দীন মন্তু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান রাসেল, মহানগর যুবদলের সাবেক সদস্য শাহজালাল কালু, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল, তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জোবায়ের বিন আজিজ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদের যুগ্ম আহবায়ক মোঃ আজিজ, শরিফ, কাদির, সোহেল, ইসমাইল প্রমূখ।
এই সময় যুবদল নেতা শহীদুল ইসলাম বলেন, দলের এখন চরম দুঃসময় চলছে। বাকশালী দুঃশাসনে বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ। দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। তাই এই দুর্যোগের মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের মাঝে এখন কোন বিভেদ রাখা যাবে না। সকল দ্বন্দ্ব-সংঘাত বিভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে এক প্লাটফর্মে দাঁড়াতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, রাজপথে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হলে অবিলম্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণা করতে হবে। আর এই কমিটিতে যারা পদ প্রত্যাশী তাদেরকে ওয়ান ম্যান শো রাজনীতি বন্ধ করতে হবে। কারণ গণতন্ত্র উদ্ধারের জন্য ওয়ান ম্যান শো রাজনীতি অচল।