কাশীপুরে শোক দিবসে মরহুম শাহীন আলম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জ মেইল: জাতীয় শোক দিবসে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পবিরাবের শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে ফতুল্লার কাশীপুরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার উত্তর কাশীপুর এলাকায় মরহুম শাহীন আলম ফাউন্ডেশনের আয়োজনে দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দেওয়ান সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দেওয়ান ও যুবলীগ নেতা সৈয়দ মোঃ সোহেল।

এসময় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার ইমদাদুল হক খোকা, ২নং ওয়ার্ড যুবলীগের অর্থ সম্পাদক রুহুল আমিন, যুবলীগ নেতা মনির, খোকন, সিরাজ, সৈকত ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ