ঈদের দিন থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো কক্সবাজার সমুদ্র সৈকত

নারায়ণগঞ্জ মেইল: দীর্ঘ চার মাস পর অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা ফিরতে শুরু করেছে।  করোনা পরিস্থিতির মধ্যেই ১লা আগস্ট শনিবার ঈদ-উল আযহার দিন কোরবানি শেষে বিকাল থেকে ফিরতে শুরু করেন তারা। শিথিলতার কারণে সৈকতের প্রতিটি পয়েন্টে পরিবার পরিজন, প্রিয়জনকে নিয়ে বিকাল থেকে আসতে শুরু করে পর্যটক। দীর্ঘ সময় পর সৈকতে আসতে পেরে দারুণ খুশি দর্শনার্থীরা।

সৈকতে ঘুরতে আসা মনির হোসেন বলেন, করোনা পরিস্থির কারণে সবকিছুই থমকে আছে। প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এতোদিন সৈকতে আসা হয়নি। সারাদিন পশু জবাইয়ের কাজ শেষে একটু বিরামের জন্য এসেছি। খুব ভালো লাগছে মুহূর্তের সময়টুকু।

কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেন জানান, পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরতে প্রচারণা চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। একইসঙ্গে কেউ অসুস্থ হয়ে গেলে চিকিৎসার জন্য মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

সর্বশেষ