ত্যাগের মহিমায় না:গঞ্জে পশু কোরবানি

নারায়ণগঞ্জ মেইল: কাজের মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানি দিয়েছেন নারায়ণগঞ্জবাসী। বাসাবাড়ির সামনের রাস্তায়, অলি-গলিতে সর্বত্রই পশু জবাই দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু জবাই দেওয়ার জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হলেও সেসব স্থানে কোরবানি দেওয়া হয়নি। কেবল তা-ই নয়, কোরবানির পশুর বর্জ্য অনেকেই ড্রেনে ফেলেছেন। শনিবার (১ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে শহরের দেওভোগ এলাকায় গিয়ে দেখা গেছে, গরুর মাথা গলির ড্রেনের কিনারায় রেখে জবাই দেওয়া হচ্ছে। পাশাপাশি গরুর নাড়িভুড়ির ময়লা ড্রেনে ফেলা হয়। তবে কেউ কেউ সিটি করপোরেশনের দেওয়া পলিব্যাগে বর্জ্য রেখেছেন।

কথা হয় স্থানীয় বাসিন্দা হাজী মোতালেব মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের ট্রাক বা কর্মীরা আসতে অনেক দেরি হয়। তাই ড্রেনের মধ্যে পশু জবাই দিয়েছি।’ পশুর বর্জ্য কেন ড্রেনে ফেললেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি ঠিক হয়নি। সবাই ড্রেনে ফেলছে, সে জন্য আমরাও ফেলেছি।’

একই চিত্র দেখা গেছে নগরীর বিভিন্ন এলাকায়। সেখানে অলিগলিতে সর্বত্রই কোরবানির পশু জবাই দেওয়া হয়েছে। এই এলাকায় সড়কের বিভিন্ন অংশে কোরবানি পশুর রক্ত বৃষ্টির পানির সঙ্গে মিশে সয়লাব হয়ে থাকতে দেখা যায়। তখনও সিটি করপোরেশনের কর্মীদের দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর প্রায় প্রতিটি এলাকাতেই বাসার সামনের রাস্তায় পশু জাবাই দিয়েছেন নগরবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ