প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জে জয় বাংলা নাগরিক কমিটি নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) নগরীর গাবতলী এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সমন্বয়ক নীলিমা তন্ময় জানিয়েছেন, ১০১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এক হাজার এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। কিন্তু বর্তমান কমিটিতে কোনও আহ্বায়ক ও সদস্য সচিবের পদ রাখা হয়নি।
এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জের জনমানুষের নতুন ইচ্ছের প্রতিফলনে একটি স্লোগান ভিত্তিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। তাঁরা বলছে, শুরু হল পথচলা। শহর রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বার অঙ্গিকারে সব ধরণের পেশাজীবি জনগোষ্ঠী সংগঠনটিতে একাট্টা হয়েছেন।
অনুষ্ঠানে হুমায়ুন কবির এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আগ্রহী মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক শিক্ষক মোস্তাক আহমেদ, মো.ওয়াসিম ভূঁইয়া, মো. মোস্তফা কামাল, মো.জাহাঙ্গীর, মো. সালাউদ্দিন মোসা: রাহিমা. জয়নব সীমা চৌধুরী, মো. ফয়সাল নাজমা আক্তার নিশি, রুমা, হিরা, জোসনা, শাকিলা, সুরবানু, মিনা চৌধুরী, মানিক মিয়া, মো. খালিছ, দেলোয়ার, তুষার রহমান, বৃষ্টি, সাইদুর রহমান, মো. আরিফ, মনিরুজ্জামান, সাগর মিয়া, শফিকুল ইসলাম, ফাহমিদা খোন্দকার এমি, নাজনীন, সাদিয়া, শাহীন খান, সজিব আহমেদ, নাদির হোসেন মিঠু, মো. শাহিন, মো. আমিনুল ইসলাম, আরিফ হোসেন টিটু, মো. কবির হোসেন, মাহফুজ আহমেদ বাপ্পি চক্রবতী, মো. দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, মো. শুভ, ঝুমি আক্তার, ফারজানা বেগম, আঞ্জু, মিনা আক্তার কহিনুর, মো. জাকারিয়া শিপন, মো. জাকির হোসেন, মনিম সাগর সহ প্রমুখ।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে কামরুল ইসলাম বাবু বলেছেন, বিএনপি-জামায়াত ও মৌলবাদী গোষ্ঠী সতর্ক হয়ে যাও, নারায়ণগঞ্জের মাটিতে তোমাদের একটি সভা পর্যন্ত করতে দেব না। কারণ, তোমরা জনস্বার্থে রাজনীতি করতে জানো না। আর যারা তোমাদেরকে আশ্রয় দিয়ে ও ভোট নিয়ে নাসিকের বড় চেয়ারে বসে মধুর হাঁড়িতে মুখ লাগিয়ে চাটছেন, তাঁকে বিদায় নিতে হবে। তিনি একজন শেখ হাসিনাকে ঠকিয়েছেন, ঠকিয়েছেন নারায়ণগঞ্জবাসীকে।
অনুষ্ঠানে ছয় জন যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, সাবেক ক্রিকেটার ও কোচ তপু সাহা, শিক্ষক মোস্তাক আহমেদ, সাংবাদিক এম এস ইসলাম আরজু, কবি মিতা প্রধান, শিক্ষক সেলিনা সুলতানা শিউলি ও মুক্তিযুদ্ধ প্রজন্মের প্রতিনিধি খাজা মামুন মিয়া।