কাউন্সিলর রুহুল আমিনের বিরুদ্ধে যত অভিযোগ!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা’র বিরুদ্ধে স্থানীদের মাঝে দিন দিন ক্ষোভ বাড়ছে। কাউন্সিলর হওয়ার পর থেকেই জনসেবার পরিবর্তে নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য একের পর এক অন্যায় করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করা, মাদক ব্যবসা, চাঁদাবাজীসহ নানা অভিযোগ রয়েছে। সর্বশেষ গত শনিবার কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে চাঁদা দাবী অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী।

সূত্রে জানা গেছে, প্রায় ৬/৭ মাস আগে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা’র আপন বড় ভাই খোকন মোল্লা এক ভিডিও বার্তায় দাবী করেছিলেন, কাউন্সিলর রুহুল আমিন মাদক ব্যবসা করেন। ৮নং ওয়ার্ডে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কাউন্সিলর রুহুলের পক্ষে খোকন মোল্লা হিসাব রাখতেন এবং মাদক ব্যবসার টাকা রুহুলের হাতে পৌঁছে দিতেন। খোকন মোল্লার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। পরবর্তিতে খোকন মোল্লার বিরুদ্ধে নিজের মাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছিল কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। স্বার্থের জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও অবস্থান নিতে একটু চিন্তা করেন না কাউন্সিলর রুহুল। এমনকি স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিও রুহুলের আক্রশের শিকার হয়েছেন।

৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনাও লাঞ্ছিত হয়েছিল রুহুল আমিনের কাছে। সর্বশেষ সিদ্ধিরগঞ্জে অংশীদারি ব্যবসার হিসাব চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুহুল ও তার সহযোগীর বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ দায়ের করেছেন অপর অংশীদার এমরান হোসেন। গত শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন এমরান।

অভিযোগ গ্রহণের বিষয়টি স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএমবার জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে। যদিও এখনো পর্যন্ত রুহুলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানান, ডিস ব্যবসাটি এর আগে অন্য এক ব্যক্তির ছিলো। এ নিয়ে এলাকায় দলীয় কোন্দলের সৃষ্টি হয়। কোন চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ