নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার গ্রেফতার হাশেম গ্রুপের মালিকসহ ৮ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন হাসেম গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল হাশেম (৭০), তার ছেলে হাসিব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসিফ ইব্রাহিম, তানজিম ইব্রাহীম (২১), সজিব গ্রুপের সিইও শাহান শাহ আজাদ (৪৩), ডিজিএম মামুনুর রশিদ (৫৪) ও সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মোঃ সালাউদ্দিন (৩০)।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত হাশেম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মালিকানাধীন সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন মজুমদার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার মামলা নং- ১৯, তারিখ ১০/০৭/২০২১। ধারা- ৩০২/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭।