নারায়ণগঞ্জ মেইল: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই সোমবার। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের কারণে এবার সীমিত পরিসরে রথযাত্রা উৎসব আয়োজন করা হবে বলে জানানো হয়েছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে।
প্রতিবারের মত সড়কে শোভাযাত্রা না করে মন্দিরে মন্দিরে প্রার্থনা ও প্রাসঙ্গিক রীতি নীতি পালনের মাধ্যমে এবারের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
করোনাকালে রথযাত্রা উৎসব আয়োজনের বিষয়ে শিখন সরকার বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি প্রধান উৎসব। প্রতিবছর জাঁকজমকের সাথে এ উৎসবটি পালন করা হয়ে থাকে। কিন্তু এক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে বাংলাদেশসহ সমগ্র পৃথিবীর মানবজাতি আজ বিপর্যস্ত। বাংলাদেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমতাবস্থায় যে কোন ধরনের গণ জমায়েতকে নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সরকারি সিদ্ধান্ত মেনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবারের রথযাত্রা উৎসবে সড়কে শোভাযাত্রা না করতে বলা হয়েছে। ধর্মীয় রীতিনীতি মেনে মন্দিরে মন্দিরে প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে। পূজা অর্চনার মাধ্যমে ঈশ্বরের কাছে মহামারী করোনাভাইরাস থেকে সমগ্র মানবজাতিকে রক্ষার প্রার্থনা করতে সকল সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা মেনে নারায়ণগঞ্জে সীমিত পরিসরে এবারের রথযাত্রা অনুষ্ঠিত হবে। মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা করা হবে যাতে করে ঈশ্বর করোনা ভাইরাসের অভিশাপ থেকে আমাদের মুক্তি দেন। কোনো প্রকার শোভাযাত্রার আয়োজন করা হবে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে রথযাত্রা উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। সেইসাথে সীমিত পরিসরে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শুধুমাত্র পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে এবারের রথযাত্রা উৎসব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে এবং সেইসাথে আগামীতে যখন পৃথিবী অভিশাপমুক্ত হবে তখন জাঁকজমকের সাথে রথযাত্রা উৎসব আয়োজনে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।