নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটির মেয়াদ তিন বছর হতে চলেছে অথচ এখনও পর্যন্ত একটিও ইউনিট কমিটি দিতে পারেননি তারা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালামের পুত্র আবুল কাউসার আশার নেতৃত্বাধীন মহানগর স্বেচ্ছাসেবক দলের রয়েছে ১৬১ সদস্যের বিশাল পূর্ণাঙ্গ কমিটি। নারায়ণগঞ্জের তিনটি থানায়ই রয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী অথচ কোন ইউনিটেরই নেই কোন কমিটি। থানা কমিটি না থাকায় হচ্ছে না ওয়ার্ড কমিটিগুলোও। আর এ জন্যে সংগঠনের সভাপতির উদাসীনতাকেই দায়ি করছেন নেতাকর্মীরা।
তবে ব্যর্থতার দায় স্বীকার করতে নারাজ সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এ বিষয়ে তিনি নারায়ণগঞ্জ মেইলকে তিনি বলেন, আমরা ব্যর্থ নই। আমরা চারটি ইউনিট কমিটি কেন্দ্রে জমা দিয়েছি। নারায়ণগঞ্জ সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি যে কোন সময় ঘোষনা করা হবে। আমরা কর্মী সভা করেছি, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়মিত পালন করেছি। তাছাড়া আমরা সম্মেলনও করেছি। মহামারি করোনা ভাইরাসের কারনে প্রায় দেড় বছর রাজনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে আছে। এ কারনে হয়তো একটু বিলম্ব হচ্ছে তবে খুব শীঘ্রই ইউনিট কমিটিগুলো চলে আসবে।
জানা যায়, ২০১৮ সালের ৬ জুন আবুল কাউসার আশাকে সভাপতি আর সাখাওয়াত ইসলাম রানাকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সুপার ফাইভ ঘোষনা করা হয়। কমিটির বাকী তিনজন ছিলেন সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু। এরপর ২০১৯ সালের ৮ আগষ্ট ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এর মাঝেই সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানাকে সরিয়ে সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষনা করা হয় কেন্দ্র থেকে।