আইনজীবীদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে: এড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান অবৈধ সরকার সারাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সাধারণ আইনজীবিদের ভোটের কোন অধিকার নাই। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবিদের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যতদিন পর্যন্ত সাধারণ আইনজীবীরা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন পর্যন্ত আইনজীবী ফোরাম লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সে আন্দোলন সংগ্রামে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গীকার।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত মিলাদ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার (১৪ জুন) দুপুরে আদালত পাড়ার একটি চেম্বারে এ আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকিরের সঞ্চালনায় সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি এড. মশিউর রহমান শাহিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল ইসলাম হান্ট, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাগর প্রধান ।

উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফোরাম নেতা এড. মানিক মিয়া, এড. আলম খান, এড. মাহমুদুল হক আলমগীর, এড. শামসুল আরেফিন টুটুল, এড. কামাল হোসেন মোল্লা, এড. জাহিদ হাসান মুক্তা, এড. রাসেল প্রধান, এড. রোকন উদ্দিন, এড. আসমা হেলেন বিথী, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. নুর বাঁধন, এড. ফজলুর রহমান ফাহিম, এড. আবুল কালাম আজাদ, এড. কেএম সুমনসহ বিএনপিপন্থী আইনজীবী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ