নারায়ণগঞ্জ মেইল: মহামারি করোনা ভাইরাসের কারনে দেশে রাজনৈতিক সভা সমাবেশের উপর রয়েছে নিষেধাজ্ঞা। করোনার সংক্রমণ ঠেকাতে অপ্রয়োজনে কোন প্রকার লোক সমাগমকে নিরুৎসাহিত করা হচ্ছে। হয়তো এ কারনেই বিশেষ দিনগুলোতেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কোন কর্মসূচি পালন করছে না। অতি সম্প্রতি ঐতিহাসিক ছয় দফা দিবস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসেও নারায়ণগঞ্জের কোথাও অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি। আর রাজনৈতিক কর্মসূচি না থাকায় নেতাকর্মীরাও কিছুটা নিরব হয়ে আছেন।
অপরদিকে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা অপর রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা করোনার ভয়কে উপেক্ষা করে গত ৩০ মে থেকে একটানা কর্মসূচি পালন করে যাচ্ছে তাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। প্রতিদিনই নারায়ণগঞ্জের কোথাও না কোথাও মিলাদ দোয়া কিংবা কাঙ্গালিভোজের আয়োজন হচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে। করোনা মহামারিতে এ ধরনের লোক সমাগম অনুচিত হলেও দলীয় সাংগঠনিক ভিত্তি ধরে রাখতে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করে যাচ্ছেন তারা।
জানা যায়, তিন মেয়াদে টানা প্রায় এক যুগেরও বেশী সময় ধরে ক্ষমতায় রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। সারাদেশে দল হিসেবে ঐক্যবদ্ধ হলেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগে রয়েছে কোন্দল আর বিভক্তি। বিশেষ করে উত্তর মেরু-দক্ষিন মেরুর বিভক্তি চলে আসছে বছরের পর বছর যাবত। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান আর সিটি কর্পোারেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর মধ্যকার বিরোধ মাথাচাড়া দিয়ে উঠে কিছুদিন পরপরই। তাছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বেও রয়েছে একটি তৃতীয় স্রোত।
তবে নিজেদের মাঝে যতই দ্বন্দ কোন্দল থাক না কেনো, জাতীয় কিংবা দলীয় কোন কর্মসূচি এল তা পালন করা হতো নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে। নারায়ণগহ্জৈর বিভিন্ন স্থানের পাশাপাশি শহরের ২নং রেল গেইট সংলগ্ন দলীয় কার্যালয়ও মুখরিত থাকতো নেতাকর্মীদের পদভারে। জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হতো কর্মসূচিগুলো। কিন্তু সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে বড় বড় বেশ কয়েকটা উপলক্ষ চলে গেলেও আগের মতো সরব দেখা যায়নি নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীদের।
অপরদিকে দীর্ঘদিন নারায়ণগঞ্জে কর্মসূচি পালন করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি পালনতো দুরের কথা মামলা হামলার ভয়ে ঠিকমতো বাড়ি ঘরেও থাকতে পারেননি তারা। বর্তমানে পরিস্থিতি কিছুটা সহনশীল হওয়ায় নিজেদের প্রমাণের সুযোগ পেয়েই বিভিন্ন কর্মসূচির আয়োজন করছেন তারা। আর তাই দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারা সপ্তাহেরও বেশী সময় ধরে নানা কর্মসূচির আয়োজন করেছে। নারায়ণগঞ্জ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন ৩০ মে থেকে মিলাদ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়াও করোনা সংক্রমণ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি অনুকুল পেয়ে কর্মসূচি পালনে নারায়ণগঞ্জ বিএনপি এখন বেশ সরব অবস্থানে রয়েছেন।