নেতিবাচক সংবাদে নারায়ণগঞ্জের ইমেজ নষ্ট হয়: শামীম ওসমান

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, কয়েকজন নারায়ণগঞ্জ নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে। এতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। নিজের বাড়ির বিরুদ্ধে লিখলে তো নিজেদের সম্মান নষ্ট হয়।

রবিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল ও পোশাক বিতরণ অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও’র একটি ঘটনায় সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে আমাদের সম্মান বেড়েছে না কমেছে সেটা বিবেচ্য। সংবাদের আগে ইউএনওকে প্রকৃত বিষয়টা জানানো উচিত ছিল। কিন্তু সেটা করা হয়নি। এটা একটি চেয়ার। ইউএনও চেয়ারকে খাটো করাটা ঠিক না। আমি নিজেও প্রকৃত বিষয়টা জানার চেষ্টা করবো। ওই ব্যক্তি অভাবী হলে আমি নিজেই সহযোগিতা করবো।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জরুরাত সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ