নারায়ণগঞ্জ মেইল: মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ নারায়ণগঞ্জে ফের কমতে শুরু করেছে। প্রথমবারের মতো গত ২৪ ঘন্টায় জেলায় কোন মৃত্যু ও আক্রান্ত নেই। তাছাড়া টানা গত ৭ দিনে জেলায় নতুন করো মৃত্যু হয়নি। মৃত্যুর সংখ্যা ২১৬ জনেই আছে। আক্রান্তের সংখ্যাও কমেছে।
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৫ জনের। তবে আক্রান্ত নেই। এতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৭৫ জনেই আছে। এছাড়া এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১২ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৮৬ জনের।
শনিবার (১৫ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত ৪দিনে নতুন করে কোন মৃত্যু নেই।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১১১ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৯ জন, সদরে মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৭১৬ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৮৪৮ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪০ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৮০ জন।