বাপ্পি চত্বরে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১৮ নং ওয়ার্ডের বাপ্পি চত্বরে কোন প্রকার অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সাঈদ হাসান গংদের বিরুদ্ধে। সিটি কর্পোরেশন অথবা রাজউক সংশ্লিষ্ট কোন সংস্থার অনুমোদন না নিয়ে এই ভবন নির্মাণ করছেন তারা।

স্থানীয় এলাকাবাসী জানান সাঈদ হাসান আইনের তোয়াক্কা না করে আশেপাশের বাসিন্দাদের জীবনের কথা চিন্তা না করে তাদের ইচ্ছামত বহুতল ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করছেন। এ ব্যাপারে এলাকাবাসী ইতিপূর্বে রাজউকের কাছে লিখিতভাবে বিষয়টা জানিয়েছিলেন। লিখিত অভিযোগ পাওয়ার পর রাজউকের নারায়ণগঞ্জ জোনের ইন্সপেক্টর সোহেল রানা ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। নির্দেশের পরে কিছুদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে লকডাউন এর সুযোগে পুনরায় কাজ শুরু করা হয়।

এমতাবস্থায় এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। এলাকাবাসীর দাবি এই ভবন নির্মাণের ফলে যদি কোন দূর্ঘটনা অথবা প্রাণহানি ঘটে এর দায় দায়িত্ব কে নেবে। তাই অবিলম্বে এই ভবন নির্মাণ বন্ধ করে সাঈদ হাসান গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ