নারায়ণগঞ্জ মেইল: জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশ বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো রোজা, ঈদ অাসলেই ছাটাইয়ের প্রশ্ন আসে।
শ্রমিকদের দাবী আদায় করা তাদের অধিকার কিন্তু জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে নয়। নিয়মতান্ত্রিক ভাবেই শ্রমিকের অধিকার অাদায় করা উচিত।
শনিবার (১ মে) বাদ আসর আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পলাশ আরো বলেন, মালিকরা শ্রমিকদের শোষন করেছে। বহু সময় কারাগারে সময় কাটিয়েছি। বহু প্রস্তাব পেয়েছি। কিন্তু তা প্রত্যাখ্যান করেছি। মালিকরা ঐক্যবদ্ধ শ্রমিকদের শোষনে কিন্তু শ্রমিকরা ঐক্যবদ্ধ নয় বলেই নানা অধিকার থেকে বঞ্চিত হয়। শ্রমিকদের অধিকারের প্রশ্নে কোন অাপোষ নয়।
তিনি ঈদের আগে বেতন বোনাস নিয়ে কোন তালবাহানা চলবে না। যদি এমনটা হয়, তাহলে শ্রমিকদের নিয়ে মালিকদের বাড়ি ঘেড়াও করি হবে।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অারও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা জজমিয়া, হাজী আরিফুর ইসলাম, রাহাত, শাহাদাৎ হোসেন সেন্টু, নজরুল ইসলাম, আব্দুস সাত্তার প্রমুখ।