গুরুতর অসুস্থ্য কমান্ডার গোপীনাথ হাসপাতালে ভর্তি, দোয়া কামনা

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার গোপীনাথ দাস গুরুতর অসুস্থ্য অবস্থায় সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি আছেন। ব্রেইন ষ্টোক এ আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত বাসায় চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় মঙ্গলবার ২৮ জুলাই রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় তাকে। পরবর্তীতে অবস্থার আরো অবনতি হলে বুধবার ২৯ জুলাই সকালে তাকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে । নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ ব্যক্তিত্বের সুস্থ্যতা কামনায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দোয়া চেয়েছেন তার পরিবার।


বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশের অসুস্থ্যতার খবর পেয়ে বুধবার সকালেই প্রো-একটিভ হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ দাশ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পূজা উদযাপণ পরিষদের সভাপতি অরুন দাশ, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, সিদ্ধিরগঞ্জ থানা পূজা পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন কমান্ডার গোপীনাথ দাশের অসুস্থ্যতার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমাদের সকলের মুরুব্বি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশ গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপণ পরিষদ, জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটি ও তার পরিবারের পক্ষ থেকে কমান্ডার গোপীনাথ দাশের আশু রোগমুক্তি কামনায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং নারায়ণগঞ্জের প্রতিটি মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা আয়োজনের আহবান জানাচ্ছি।


শিখন সরকার বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান টেলিফোনে কমান্ডার গোপীনাথ দাশের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তাছাড়াও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজলসহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কমান্ডার গোপীনাথ দাশ ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশ মাতাকে মুক্ত করেই ঘরে ফিরেছিলেন। তিনি মুজিব আদর্শের একজন সাচ্চা সৈনিক। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কমান্ডার গোপীনাথ দাশ নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের অভিভাবক। যে কারো কোন সমস্যার কথা শুনলে তিনি কাৎক্ষনিক ছুটে যেতেন। নারায়ণগঞ্জ পূজা উদযাপণ পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সুষ্টি লগ্ন থেকেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা এই কালজয়ী ব্যক্তিত্বের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করছি এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ