না:গঞ্জে ভেঙ্গে পরেছে লকডাউন, দিনভর যানজট

নারায়ণগঞ্জ মেইল: বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশেও আতঙ্ক ছড়িয়ে পরছে সর্বত্র। করোনার সংক্রমণ রোধ করতে গত ৫ এপ্রিলণ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষনা করেছে সরকার। সারাদেশের রাজনীতিবীদরা চেষ্টা করছেন করোনা প্রতিরোধে সাধারণ মানুষের পাশে দাড়াতে। সরকারী বেসরকারী পর্যায়ে চলছে সাহায্য সহযোগিতা। সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সেবায় এগিয়ে এসেছেন। সকলকে সচেতন করছেন করোনার কবল থেকে মুক্তি পেতে সতর্ক থাকার জন্য। স্বাস্থ্য বিধি মেনে সকলকে ঘরে থাকার আহবান জানিয়েছে সরকার। আর যারা প্রয়োজনে বাইরে বের হচ্ছে তাদেরকে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা অবশ্যই মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে দোকানপাট ও বিপনিবিতান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৯ এপ্রিল থেকে দেশব্যাপী খুলেছে মার্কেট শপিং মল। নারায়ণগঞ্জ শহরের বেশীরভাগ মার্কেট খোলায় আবারো ব্যস্ত হয়ে পরেছে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়ক। দিনভর সেখানে দেখা গেছে যানজট। যদিও গন পরিবহন বন্ধ রয়েছে তবে রিক্সা, ইজিবাইক, সিএনজি আর ব্যক্তিগত গাড়ির পাশাপাশি পণ্যবাহি যানের চাপে আবারো জট লেগে যাচ্ছে শহরের প্রধাণ এই সড়কে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে ব্যস্ততম বিবি রোডে থেমে থেমেই চলেছে যানজট। বিশেষ করে চাষাঢ়া, ব্যাংকের মোড়, ২নং রেল গেইটসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত যানবাহন দেখা গেছে। দীর্ঘদিন ফাঁকা থাকলেও দোকানপাট ও মার্কেট খুলে দেয়ায় আবারো যানবাহন বৃদ্ধি পাওয়ায় আগের মতোই যানজটের নগরীতে পরিনত হচ্ছে নারায়ণগঞ্জ। খাতা কলমে লকডাউন চললেও বাস্তবে তার কোন লক্ষনই নজরে পরছেনা করোনার রেড জোন নারায়ণগঞ্জে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ