না:গঞ্জে তিনদিনে মৃত্যু নেই, কমছে আক্রান্তের সংখ্যা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে করোনায় গত তিনদিনে কেউ মারা যায়নি। সরকারী হিসেবে গত তিনদিনে আক্রান্তের সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ৩০ জন। যা গত কয়েকমাসে সর্বনিম্ন। এর আগে ৯ এপ্রিল ১৯৯ জন আক্রান্ত হবার রেকর্ড ছিলো।

সাধারণ মানুষ এ সংখ্যাকে অস্বাভাবিক বললেও সিভিল সার্জন অফিস বলছে, গত কয়েকদিনের লকডাউনের বিধিনিষেধের কারণে এই স্থিতিশীলতা আসছে। তবে এই স্থিতিশীলতা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ।

কারণ হিসেবে জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম বলেন, করোনার একটি সার্কেল (বৃত্ত) পূরণ হতে ১৪ দিন সময় লাগে। কিন্তু ঈদের ঠিক ১৪ দিন আগেই মার্কেট-শপিং মল খুলে দেয়া হলো। এছাড়া ভারতে পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ করে দেয়াও কাছাকাছি সময়ে। ফলে সবমিলিয়ে আগামীদিনে বড় ধরণের সংক্রমণের একটি শঙ্কা থেকেই যায়। তবে আল্লাহ না করুক, যেন সে পরিস্থিতি না হয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৩৬ জন।

জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সর্বোচ্চ। এ এলাকায় মারা গেছেন ১০৭ জন। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ সদর এলাকা। এ উপজেলায় মারা গেছেন সংখ্যা ৪১। সোনারগাঁয় মারা গেছেন ৩৬ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ