ফের সুগন্ধা বেকারিতে অভিযান, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ মেইল: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে আবারো এক লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে নারায়ণগঞ্জের সুগন্ধা বেকারিকে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এ সময়ে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি ২ হাজার ৭৪ প্যাকেট সেমাই ধ্বংসের আদেশ দেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, সুগন্ধার বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্য, উৎপাদনের তারিখ টেম্পারিং করে পণ্য রাখা এবং বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানের দুটি আউটলেটকে এক লাখ টাকা জরিমানা সহ জব্দকৃত ২ হাজার ৭৪ প্যাকেট সেমাই ধ্বংস করার আদেশ প্রদান করা হয়।

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এ সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই ওই একই অপরাধ সহ ক্ষতিকারক ক্যামিকেল মিশ্রণে সহ খাদ্য উৎপাদন করায় ৪ লক্ষ টাকা জরিমানা করেছিলো ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সে সময়ে প্রায় ১৫ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ