নারায়ণগঞ্জ মেইল: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউন চলছে। সর্বত্র স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে কঠোরভাবে। কিন্তু নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী পারাপারে মানা হচ্ছে না সে নির্দেশনা। নৌকা এবং ট্রলারে করে যাত্রী পারাপার করা হচ্ছে কোনপ্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই। ফলে বড় ধরনের বিপর্যয়ের শংকা করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী পারাপারের দুট পয়েন্ট সেন্ট্রাল খেয়া ঘাট যেটা বন্দর ঘাট নামে পরিচিত এবং নবীগঞ্জ ফেরিঘাট পরিদর্শণ করে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রী এবং ঘাট সংশ্লিষ্ট সকলেই উদাসিন। বন্দর ঘাটে ট্রলার বন্ধ থাকলেও নৌকায় করে যাত্রী পারাপার করা হচ্ছে। একটি করে ছৈওয়ালা নৌকায় ১০ থেকে ১৫ জনও নেয়া হচ্ছে। সকলেই প্রায় একজন আরেকজনের গায়ের সাথে লেগে আছেন। ফলে সামাজিক কোন দুরত্বই থাকছেনা যাত্রীদের মাঝে। সকালে অফিস টাইমে এ অবস্থা আরো করুণ হয়ে পরে। তখন নৌকাগুলিতে তিল ধারনের জায়গা থাকে না।
অপরদিকে শীতলক্ষ্যা পারাপারের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নবীগঞ্জ ঘাটের অবস্থা আরো নাজুক। এখানে ফেরি চলাচল বন্ধ থাকলেও চলছে ট্রলার ও নৌকা। ট্রলারে গাদাগাদি করে নেয়া হচ্ছে যাত্রী। সকালের দিকে ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করছে একেকটি ট্রলার। এতে করে স্বাস্থ্যবিধি থাকছে উপেক্ষিত। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েকগুণ।