নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল যা এখন কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত, সে হাসপাতাল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় সেলিম ওসমান নারায়ণগঞ্জে করোনা চিকিৎসা ব্যবস্থাকে আরো গতিশীল করতে খানপুর করোনা হাসপাতালে বিনা পারিশ্রমিকে শ্রম দেয়া চিকিৎসকসহ চল্লিশজন কর্মকর্তাকে ব্যক্তিগত তহবিল থেকে ১২ লাখ দিয়ে টাকা আর্থিক সহায়তা এবং তাদের যাতায়াতের জন্য দুইটি মাইক্রোবাস দেয়ার ঘোষণা দেন।
বক্তব্যে সাংসদ বলেন, যে লকডাউন চলছে তাকে লকডাউন বলা যায় না। দেশের চলমান লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারি সংস্থাগুলোকে আরো কঠোর হওয়ার দরকার। এখানে শুধু এক জেলা থেকে আরেক জেলার যোগাযোগ বন্ধ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি খালেদ হায়দার খান কাজল ও সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।
এ ছাড়াও সেলিম ওসমান সরকারের বিধিনিষেধ রক্ষায় আইন শৃংখলা ভঙ্গকারিদের প্রয়োজনে আর্থিক জরিমানা করার পক্ষে মত দিয়ে তিনি বলেন, কঠোর হতে হলে কঠোর হোন তার পরেও মাস্ক পরিধান নিশ্চিত করুন।