বন্দরে লোকনাথ ব্রহ্মচারী স্নানঘাটের উদ্বোধন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দিঘলদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী স্নানঘাটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় স্নানঘাটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয় দাস ও এলাকাবাসী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ