নারায়ণগঞ্জ মেইল: বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইকবাল হোসেন সহ সকল বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
বিবৃতিতে অ্যাডভোকেট সাখাওয়াত উল্লেখ করেন, বর্তমান সরকার সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। আর এ সকল গায়েবি মামলার অজুহাত দিয়ে দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তেমনি মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেইসাথে ইকবাল হোসেনসহ সকল বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এডভোকেট সাখাওয়াত আরো বলেন, চলমান করোনা পরিস্থিতিতে একজন কাউন্সিলর হিসেবে ইকবাল হোসেন জনগণের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মুহূর্তে ইচ্ছাকৃতভাবে তাকে আটক করা হয়েছে। হেফাজতের সহিংসতার সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়িত ছিল না, কিন্তু দুঃখজনক হলেও সত্য হেফাজতের হরতালের মামলায় কোন হেফাজত নেতাকর্মীকে আসামী করা না হলেও বিএনপি’র নেতাকর্মীদের ঢালাওভাবে মিথ্যা মামলার আসামি করা হয়েছে, যা এই স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নের অংশ। তবে তাদের ষড়যন্ত্র কোনদিনই সফল হবে না। বাংলাদেশের জনগণ দুর্বার প্রতিরোধ গড়ে তোলে তাদেরকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাবে আর সেদিন খুব বেশি দূরে নেই।
উল্লেখ্য, বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হেফাজতে ইসলামের ডাকা হরতালে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে র্যাব-১১।
ইকবাল হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী।তিনি জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
প্রসঙ্গত, হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ ও র্যাব বাদী হয়ে ছয়টি মামলা দায়ের করে।