আবারো করোনার ভয়াবহতায় না:গঞ্জ, একদিনে ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে আবারো আশংকাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিগেটেড হাসপাতালে ৪জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজনের করোনা পজিটিভ ও ২ জনের করোনা সাসপেক্টে মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটে গুরুতর অবস্থায় আরো ৬ জন রোগি চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৪ মার্চ)  খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মৃত্যু হয় ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা মো সোলাইমানের (৭০)। এর আগে একই দিন বিকেল সাড়ে তিনটায় মারা যান সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা রোকেয়া বেগম (৬০)। তাদের দুই জনেরই করোনা পজিটিভ ছিলো বলে নিশ্চিত করা হয়েছে।

একই দিন মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে আমীর হোসেন (৭৩) নামের আরেক রোগীর মৃত্যু হয়েছে খানপুর হাসপাতালে। তবে তার ঠিকানা জানা যা নি।
বুধবার সকাল ৬টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুল হক (৫৭) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমির হোসেন ও ফজজুল হক নামের এই দুইজন রোগির করোনার উপসর্গ ছিলো।

এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে আরো ৮২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৯ হাজার ৪৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় মৃতু হয়েছে ১৬৭ জনের।

খানপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল বাসার জানান, গত ২৪ ঘন্টায় (২৩ মার্চ-২৪ মার্চ) দুই জন করোনায় আক্রান্ত হয়ে ও দুইজন করোনার সাসপেক্টে মারা গেছে আমাদের হাসপাতালে। বর্তমানে আমাদের আইসিউ ইউনিটে ৬জন ও সাধারণ ইউনিটে ৩৮ জন করোনার রোগী চিকিৎসা নিচ্ছেন।

করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে আশঙ্কা করে নারায়ণগঞ্জের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন ডা. আবুল বাসার। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন, সর্বসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যেন তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেন।

জেলার করোনা ফোকাল পারসন ডা. জাহিদ জানান, চারজন মারা যাওয়ার বিষয়টি আমি শুনেছি। তবে অফিসিয়াল ভাবে আমাদের কাছে চারজনের তথ্য এখনো আসেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ