নারায়ণগঞ্জ মেইল : নগরীর আলোচিত চিহ্নিত সন্ত্রাসী হাজী রিপন বাহিনীর হামলায় গুরুত্বর আহত দৈনিক সংবাদচর্চা ফটো সাংবাদিক প্রিতম মাহমুদ-কে তার বাড়িতে বাংলাদেশ ফটো জার্নালিষ্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
বুধবার ২৪ মার্চ দুপুর দেড়টায় বাবুরাইলে বাড়ীতে দেখতে ছুটে যান বিপিজেএ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক তানভীর রনি, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কার্যকরি সদস্য ও সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, কার্যকরি সদস্য ও সাবেক সভাপতি তাপস সাহা, কার্যকরি সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, কার্যকরি সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।
আহত প্রিতম মাহমুদ জানান, ২৩ মার্চ সকালে জেলখানা উল্টোদিক জমি নিয়ে বিরোধে ছবি তোলায় নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিনের উপস্থিতিতে সন্ত্রাসী ট্রাক ষ্ট্যান্ড নেতা বজলুর রহমান ওরফে হাজী রিপন তার মাথায় লোহা দিয়ে আঘাত করে। এরপর উপস্থিত ট্রাক শ্রমিকরা প্রিতমের উপর চড়াও হয়ে বাশঁ ও লোহা দিয়ে মারধর করতে থাকে। এ সময় প্রিতম জীবন রক্ষার্থ পাশে দোকানে ছুটে গেলে উপস্থিত মানুষ তাকে রক্ষা করে।
সভাপতি হাবিবুর রহমান শ্যামল জানান, প্রিতমের উপর সন্ত্রাসী হামলাকারীদের শাস্তি পেতেই হবে। হামলাকারী যে হোক না কেনো, কোন ছাড় দিবো না।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান কমিটির ইসি মেম্বার ও সাবেক সভাপতি এবং পি আর বি নিউজ 24 ডটকমএর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান কচি বলেন, ইদানিং নারায়ণগঞ্জে সাংবাদিকরা সস্ত্রাসীদের কতৃক হামলা হত্যা সহ মামলার শিকার হচ্ছে রাজনৈতিক প্রভাব সহ হস্তক্ষেপের ঐ সন্ত্রাসীরা ছাড় পেয়ে যাচ্ছে যা সত্যিই ন্যাক্কারজনক। আমরা এবিষটির জন্য নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতা কর্নধারদের প্রতি অনুরোধ জানিয়ে বলতে চাই ঐসকল সস্ত্রাসীদের প্রশ্রয় দেয়া ছেড়ে দেন তা না হলে এর চরম মূল্য সহ দায়ভার আপনাদের বহন করতে হবে।
দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা ফটো সাংবাদিক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান কমিটির ইসি মেম্বার ও সাবেক সভাপতি তাপস সাহা বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় থাকা ঐসকল চিহ্নিত সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার সহ বিচার চাই তা না হলে কঠোর থেকে কঠোরভাবে কর্মসূচিতে নামতে বাধ্য হব।