সোনারগাঁয়ে অস্ত্র ও মাদকসহ পুলিশের এসআই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব়্যাবের হাতে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন৷

সোমবার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়৷ র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন৷

আটককৃতরা হলেন, পুলিশের উপ পরিদর্শক কায়কোবাদ পাঠান (৩০) তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)।

কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। এর আগে একই জেলার সিদ্ধিরগঞ্জেও কর্মরত ছিলেন তিনি৷

ব়্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়৷ মাইক্রোবাসে দু’টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি, দু’টি হ্যান্ডকাফ ও ২৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়৷ এ ঘটনায় তিনজনকে আটক করে ব়্যাব৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকদের একজন পুলিশের এসআই৷

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গাড়িটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে৷

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাবের পক্ষ থেকে তিনজনকে হস্তান্তর করা হয়েছে৷ আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ