নৌকা পেলেই নির্বাচন, অন্যথায় নয়: সোহাগ রনি

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ্ মো. সোহাগ রনি বলেছেন, নৌকা প্রতীক পেলেই নির্বাচন করব। মোগড়া পাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ে তুলবো।

রবিবার (২২ মার্চ) বিকালে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া বড় নগর বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সোহাগ রনি বলেন, ২০০৪ সাল থেকে আমি বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি। এমনও দিন ছিলো মিছিল নিয়ে ঢাকার সমাবেশে গেছি খাবার না পেয়ে পানি পান করে কাটিয়েছি। রাজনীতি করতে গিয়ে গুলি খেয়েছি , জেলও খেটেছি। আমার বাবা সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সভাপতি ছিলেন এবং মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও করেছেন। আমি রাজনীতি পরিবারের সন্তান । আমার বাবার কাছ থেকে রাজনীতি শিখেছি। বিগত তিনটি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর জন্য কাজ করেছি। আমার বিরুদ্ধে অভিযোগ করা আমার চাচাতো ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন মোশাররফ হোসেন বলেন, আমার সঙ্গে ১০ জনের মধ্যে ৮ জনই নেশার সঙ্গে জড়িত। কি নেশা তা তিনি বলেনি। আমি বলবো আমরা খেলাধুলার নেশায় জড়িত। কারন সাথে যারা তাকে তারা সবাই খেলাধুলা প্রিয় ব্যক্তি এমনকি আমি নিজেও। আমি যতদিন রাজনীতি করবো আমার দলীয় পোষ্টারে মোশারফ হোসেনের ছবি থাকবে কারণ তিনি আমাদের অভিভাবক।

তিনি আরও বলেন, আমি আগেও বলেছি, এখন বলছি যদি আমি নৌকা প্রতিক পেলে মোগড়া পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহন করবো। যদি নৌকা প্রতিক না পাই, তাহলে নির্বাচন করবো না। যিনি প্রতিক পাবেন তাকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করবো।

এসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ্ জামান তোতাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ