এনসিসিআই নির্বাচনে অয়ন ওসমানের মনোনয়ন জমা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২১-২০২৩) পরিচালনা পর্ষদের জেনারেল গ্রুপে ম‌নোনয়ন জমা দি‌য়ে‌ছেন ইমতিনান ওসমান অয়ন। রবিবার বিকাল ৪টায় চেম্বার ভবনে এনসিসিআই নির্বাচন পরিচালনা কমিটির মঞ্জুরুল হক, আলহাজ্ব রাশেদ সারােয়ার, মােঃ সােলায়মান ও সচিব মোঃ হাবিবুর রহমানের নিকট কয়েকশ ব্যবসায়ীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এই ম‌নোনয়ন জমা দেন নারয়ণগঞ্জ-৪ আস‌নের সাংসদপুত্র।

এ‌দিন ১৯টি পদের বিপরীতে সর্বমোট ২৮ জন মনােনয়ন জমা করেন। পরিচালনা পর্ষদ জেনারেল গ্রুপে ১৮ জন মােঃ খালেদ হায়দার খান, মােঃ মােরশেদ সারােয়ার, ফারুক বিন ইউসুফ পাপ্পু, মােঃ নাজমল আলম, মোঃ এহসানুল হাসান, ইমতিনান ওসমান, রতন সাহা, মােঃ সেলিম সারােয়ার , আতিক আহমেদ, মাের্শেদ আলম আখি, মামুন আহমেদ ইমন, সানােয়ার হােসেন জুয়েল, আমিনুর রশিদ, খন্দকার সাইফুল ইসলাম, মােঃ সাইফুল ইসলাম, সৌমিক দাস, মোস্তফা কামাল, আসাদুজ্জামান সুজন। এ্যাসােসিয়েট গ্রুপে ৯ জন মােঃ শাহাদাৎ হােসেন ভূইয়া , আশিকুর রহমান, সােহেল আখতার, মােঃ জাকারিয়া ওয়াহিদ, আব্দুল্লা আল মামুন, নাফিউ আখতার রাব্বি, শ্যামল কুমার সাহা, মােঃ আরিফ দিপু, হাজী মােঃ সেলিম এবং ট্রেড গ্রুপ থেকে ১ জন হােসনে আরা বেগম বাকলী (সাবেক এম.পি.) সর্বমােট ২৮ জন মনােনয়নপত্র জমা করেন।

আগামী ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী মনােনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আজ ১৪ মার্চ, মনােনয়ন পত্র বাছাই ১৬ মার্চ, মনােয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি গ্রহন ও শুনানী ২০ মার্চ, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৫ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩১ মার্চ ২০২১। উল্লেখ্য, গত ২১ শে জানুয়ারী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২০২৩ মেয়াদে পরিচালনা পর্ষদ নির্বাচন তফসিল ঘােষনা করা হয়। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে মঞ্জুরুল হক দায়িত্ব পালন করছেন। কমিটির অপর ২ জন সদস্য হলেন আলহাজ্ব রাশেদ সারােয়ার ও মোঃ সােলায়মান। নির্বাচনে আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রবীর কুমার সাহা এবং সদস্য হিসেবে ফজলুল হক রুমন রেজা, এড, মােহাম্মদ মােহসীন মিয়া দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি নির্বাচন (২০২১-২০২৩) মনােনয়ন পত্র জামার দিনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা বিকেএমইএ সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও নারায়ণগঞ্জ ৫াসনের সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা আলহাজ এ কে এম সেলিম ওসমান, এফবিসিসিআই সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মােহাম্মদ আলী, বিকেএমইএ এর পরিচালক এহসান ফজলে শামীম, আখতার হোসেন সিকদার, নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি তানভীর আহমেদ টিটু প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ