হকার তাণ্ডবে মামলা, আসাদসহ আসামি ২৫০

নারায়ণগঞ্জ মেইল: হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আসাদুল ইসলাম, কালু গাজী ও মানিক দেওয়ানসহ ২৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলাসহ সড়ক অবরোধের অভিযোগে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আটক হকার নেতা আসাদুল ইসলামের মুক্তির দাবিতে বুধবার (১০ মার্চ) কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের ডাক দেন। পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে হকারদের সমাবেশ পণ্ড করে দেন।

মঙ্গলবার (৯ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে বসার দাবীতে আন্দোলন শুরু করে হকাররা। এসময় হকারদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় হকাররা সড়কে অগুন জ্বালিয়ে তিনটি বাস, একটি প্রাইভেটকার, ছয়টি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর করে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ