নারায়ণগঞ্জ মেইল: ২০১৮ সালের ১৬ জানুয়ারী হকার ইস্যুতে নারায়ণগঞ্জে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহতম সংঘর্ষের নাটের গুরু হিসেবে আখ্যায়িত কমিউিনিষ্ট পার্টি নেতা হাফিজুল ইসলাম আবারো অবৈধ হকারদের নিয়ে নারায়ণগঞ্জের রাজপথে। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু সড়ক অবৈধ হকার মুক্ত হলেও সেইসব অবৈধ হকারদের পক্ষে আবারো রাজপথে নেমে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করছেন সুচতুর হাফিজ। হাফিজের নেতৃত্বে হকাররা মিটিং মিছিলতো করছেই, এখন পুলিশের সাথে সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। এমনকি সড়কে অগ্নি সংযোগও করেছেন তারা। আর তাই আবারো বৃহৎ কোন দূর্ঘটনার শংকায় হাফিজকে অবিলম্বে থামানোর আহবান সচেতন নাগরিক সমাজের।
জানা যায়, ২০১৭ সালের ২৫ ডিসেম্বরের পর থেকেই নগরীর বঙ্গবন্ধু সড়কের দুই পাশে হকার উচ্ছেদ অভিযানে নামে জেলা পুলিশ প্রশাসন। এসময় পুলিশের সাথে হকার উচ্ছেদ অভিযানে যোগ দেয় নাসিকের কর্মকর্তারা। তবে বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ নাসিক ও পুলিশের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাজপথে নামে হকার সমাজ। এসময় তাদের নেতৃত্ব দেন কমিউনিষ্ট পার্টি বাংলাদেশের জেলা সভাপতি হাফিজুল ইসলাম। হকারদের পূনর্বাসন এবং বঙ্গবন্ধু সড়কে হকার বসার অনুমতির দাবীতে হকারদের নিয়ে আন্দোলন শুরু করেন তিনি। উদ্দেশ্য ছিল হকারদের স্থায়ী সমাধান দিয়ে তাদের কাছ থেকে মাসোহারা আদায় করা! এমন পরিস্থিতিতে রাতারাতি হকারদের নেতা বনে যান তিনি। এসময় হকারদের পাশে এসে দাড়ান নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলার প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান। এসময় হকারদের পূনর্বাসনের জন্য নাসিককে নমনীয় হওয়ার আহ্বান জানান তিনি।
তবে কোন পরিস্থিতিতেই হকার সমস্যার সমাধান না হওয়ায় ২০১৮ সালের ১৬ জানুয়ারী নাসিকের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুদ্ধ হকাররা। এরপর থেকেই বঙ্গবন্ধু সড়ককে হকার মুক্ত ঘোষণা করে নাসিক। একই সাথে হকার বিষয়ে কঠোর অবস্থানে যায় সংস্থাটি। তবে কিছুদিন পরেই বঙ্গবন্ধু সড়ক পূনরায় দখলে নেয় হকাররা। অতপর বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদে কঠোর অবস্থানে যায় নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন। তবে বঙ্গবন্ধু সড়কে হকার উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগন। হকারমুক্ত নির্মল ফুটপাতে নির্বিঘ্নে পথচলার সুযোগ করে দেয়ার জন্য তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছিলেন। কিন্তু সেই হাফিজের নেতৃত্বে আবারো নারায়ণগঞ্জে হকার ইস্যুতে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে।
হকার ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম নারায়ণগঞ্জ মেইলকে বলেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য। ফুটপাতে হকার বসবে না। পুলিশ কঠোর অবস্থানে থাকবে।