নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন ইউনিট কমিটি গঠনের তোড়জোর চলছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে উপ কমিটি। এসব উপ কমিটি তৃণমূল পর্যায়ে যাচাই বাছাই করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের দিয়ে একটি গ্রহনযোগ্য কমিটির রূপরেখা তৈরী করবে বলে জানা গেছে। তবে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা কমিটি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে আড়াইহাজার বিএনপিতে উড়ে এসে জুড়ে বসা হাইব্রীড নেতা নজরুল ইসলাম আজাদের বিষয়ে রীতিমতো শংকিত এখানকার বিএনপির তৃণমূল। দীর্ঘদিন যাবত রাজনীতির মাঠে মামলা হামলার শিকার হয়েও কমিটিতে স্থান না পাবার শংকা করছেন তারা যদি নজরুল ইসলাম আজাদের প্রভাবমুক্ত হয়ে কমিটি না করা যায়। কারন তাদের আজাদ হচ্ছেন কমিটি ব্যবসায়ী। তার কাছে টাকাই হচ্ছে শেষ কথা। আর তাই আজাদের প্রভাবমুক্ত থানা কমিটি চান আড়াইহাজার বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালে প্রয়াত বদরুজ্জামান খসরুকে সভাপতি ও হাবিবুর রহমান হবুকে সাধারণ সম্পাদক করে আড়াইহাজার থানা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা বিএনপির সভাপতি এড. তৈমূর আলম খন্দকার। সে কমিটির সিনিয়র সহ সভাপতি ছিলেন খসরু পুত্র মাহমুদুল হক সুমন, সহ সভাপতি নয়ন মোল্লা, যুগ্ম সম্পাদক কাশেম ফকির ও সাংগঠনিক সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা। তবে সে কমিটি আর কখনো পূর্ণাঙ্গ হয়নি। ২০১৯ সালে বদরুজ্জামান খসরুর ইন্তেকালের পর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হন তারই পুত্র মাহমুদুর রহমান সুমন। বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটি জেলার অন্তর্গত প্রতিটি থানা কমিটি পূণর্গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি উপ কমিটিও গঠন করা হয়েছে। াাড়াইহাজার থানা কমিটি গঠনের লক্ষ্যে তৈরী উপ কমিটির টিম লিডার হলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল। বাকীরা হলেন জেলা কমিটির আহবায়ক সদস্য শরিফ আহমেদ টুটুল, ওয়াহিদ ইমতিয়াজ বকুল ও আল মোজাহিদ মল্লিক।
এদিকে আড়াইহাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানিয়েছেন, স্থানীয় হাইব্রিড নেতা নজরুল ইসলাম আজাদ তার অনুসারী ডাকাত হাবু, তারই চাচা লুৎফর রহমান আব্দু, ভাতিজা জুয়েল আহমেদকে থানা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আনতে কলকাঠি নাড়ছেন। তৃণমূল মনে করে, এদের থানা কমিটির মূল পদে আনতে পারলে পূর্ণাঙ্গ কমিটি গঠনে আজাদ বড় রকমের একটি বানিজ্য করতে পারবেন। আর তাই থানা কমিটি গঠনে আজাদ অনুসারীদের বিষয়ে সতর্ক থাকার আহবান তাদের।
তৃণমূল জানায়, নারায়ণগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে এক মূর্তমান আতঙ্কের নাম নজরুল ইসলাম আজাদ। বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমানের সহধর্মীনী শর্মিলী রহমানের নাম ভাঙ্গিয়ে কেন্দ্রীয় বিএনপিতে প্রভাব বিস্তার করা আজাদকে নব্য কিং মেকার হিসেবে মনে করে নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কমিটি গঠনের বিষয়ে রীতিমত দরবার খুলে বসেছেন আজাদ। আজাদের কাছে টাকা নিয়ে গেলে নাকি পদ পদবী কিনে আনা যায়, এমনকি দলের দু:সময়ে আন্দোলন সংগ্রামে না থাকলেও আজাদের ক্যারিশমায় পদ পেয়ে নেতা হয়ে গেছেন অনেকে। ফলে দলের ত্যাগী নেতাকর্মীরা যারা দীর্ঘদিন যাবত রাজপথে আন্দোলন সংগ্রাম করে পুলিশের নির্যাতন ও মামলা হামলার শিকার হওয়ার পরেও দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন, শুধুমাত্র আজাদের দোকানদারির কারনে তাদেরকে পদ বঞ্চিত থাকতে হচ্ছে। ফলে আজাদে ক্ষুব্দ নারায়ণগঞ্জ বিএনপি’র তৃণমূল।