ড্রেনের জমা পানিতে বাড়ছে মশা, নির্বিকার নাসিক

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে অত্যাধিক হারে বেড়েছে মশার উপদ্রব। মশার কামড় থেকে রক্ষা পেতে দিনের বেলায়ও মশারি টানাতে হচ্ছে। মশার অত্যাচার থেকে নগরবাসীকে বাঁচাতে সিটি কর্পোরেশনের কার্যকর কোন পদক্ষেপ চোখে পরছেনা। এদিকে মশার প্রজনন ক্ষেত্রগুলোও অরক্ষিত থাকছে, সেগুলোও সঠিক পরিচ্ছন্নতার অভাবে মশার উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সড়কের সংলগ্ন ড্রেনগুলোতে পানি জমে থাকছে। সঠিকভাবে সেগুলো পরিস্কার না থাকায় সে জমে থাকা পানিতে মশারা ডিম পেরে াংশ বিস্তার করছে। তাছাড়া বিভিন্ন স্থানে ড্রেনের উপর স্লাব না থাকায় বাতাসের সাথে রোগ জীবানু ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সেসব দূর্ভোগের চিত্র তুলে ধরছেন সচেতন নাগরিকরা।

সোমবার ৮ মার্চ সাংবাদিক রাশিদ চৌধুরী শহরের চাষাঢ়ায় পানি জমে থাকা একটি খোলা ড্রেনের ছবি তার ফেসবুক ওয়ালে আপলোড করে লিখেছেন “মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানালেও খোদ অসেচতন নাসিক কর্তৃপক্ষ। রাস্তার পাশে পানি নিষ্কাসনের ড্রেনের ময়লা নিয়মিত পরিষ্কার না করায় জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশা। আর এতে করে ওষুধ ছিটালেও মশার উৎপাত থেকে রক্ষা পাচ্ছেনা নগরবাসী। সোমবার সকালে নগরীর বঙ্গবন্ধু সড়কের সায়াম প্লাজা মার্কেটের সামনে থেকে তোলা।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ