নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটিতে আসার অপেক্ষায় রয়েছেন বেশ কয়েকজন ছাত্রদল নেতা। দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসা এসব ছাত্র নেতারা যুবদলের নেতৃত্ব দেওয়ার জন্যে উপযোগী হয়ে তৈরী হয়েছেন। এখন তাদের সুযোগ দেয়া হলে তারুণ্য নির্বর নেতৃত্বে যুবদল এগিয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাছাড়া বুড়োদের হাত থেকে রক্ষা করে যুবদলকে গতিশীল করতে ছাত্রনেতাদের উপর আস্থা রাখা ছাড়া বিকল্প নেই বলেও বিশ্বাস তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, সহ সভাপতি আশিকুর রহমান অনি, সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন প্রধান, যুগ্ম সম্পাদক রিকসন খান ও ইব্রাহীম আহমেদ বাবু ছাত্র রাজনীতির পাট চুকিয়ে এবার যুবদলে ঢুকার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবদলকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় তাদের চোখেমুখে।
সূত্রে প্রকাশ, দীর্ঘ আড়াই বছরে একটিও ইউনিট কমিটি দিতে না পারার ব্যর্থতা নিয়ে ছিটকে গেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। গত ১৭ ফেব্রুয়ারি বাতিল করে দেয়া হয় মহানগর যুবদলের কমিটি। এই আড়াই বছরে নিজেদের মাঝে বিভক্তি আর কোন্দলের জন্ম দেয়া ছাড়া শুধুমাত্র নিজেকে হাইলাইট করতে পেরেছেন খোরশেদ। যুবদলের সভাপতি খোরশেদের চেয়ে ব্যক্তি খোরশেদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুবদলের নেতাকর্মীদের করেছেন বঞ্চিত। সকলকে আশা দিয়েও পারেননি কোন কমিটির অনুমোদন দিতে বরং বন্দর উপজেলা যুবদলের অধিকারটুকুও ধরে রাখতে ব্যর্থ হয়েছেন খোরশেদ। মহানগরের কাছ থেকে সে অধিকার কেড়ে নিয়েছে জেলা যুবদল। তাই আপাদমস্তক ব্যর্থ খোরশেদের কারনে পুরো কমিটিকেই বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
এদিকে মহানগর যুবদলের কমিটি বাতিলের পর থেকে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কারা আসছেন নতুন কমিটিতে। কেন্দ্রীয় যুবদল সূত্রে জানা গেছে এখন আপাতত একটি ছোট আকারের আহবায়ক কমিটি দেওয়া হবে আর এ আহবায়ক কমিটির দায়িত্ব হবে ২৭টি ওয়ার্ডে কমিটি গঠনের। এরপরে মূল সংগঠনের সম্মেলনের মাধ্যমে দেয়া হবে পূর্ণাঙ্গ কমিটি।
প্রসঙ্গত, গত ২০১৮ সালের ১৯ অক্টোবর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে সভাপতি করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় যুবদল। কমিটির বাকী সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশু।
আংশিক কমিটি ঘোষনার ৫ মাস পর খোরশেদকেই সভাপতি রেখে ২০১ সদস্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাতিল করে দেয়া হয় মহানগর যুবদলের কমিটি।