বঙ্গবন্ধুর দূরদর্শী কর্মকাণ্ডের এক‌টি ছি‌লো বৃক্ষরোপণ কর্মসূচী- সা‌নি

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নি ব‌লে‌ছেন, ইতিহাসের মহানায়কেরাই কেবল জীবনের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পারেন। উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারেন জীবনের পরতে পরতে। জাতি হিসেবে আমরাও অনেক সৌভাগ্যবান। আমরা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন প্রজ্ঞাবান পিতাকে।

শ‌নিবার (২৫ জুলাই) সকা‌লে বন্দর সোনাচরা এলকায় বিআইডব্লিউটিসি ডকয়ার্ড এর অভ‌্যন্ত‌রে চারা গাছ লাগি‌য়ে বৃক্ষ‌রোপন কর্মসূচীর উ‌দ্বোধনকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।

মুজিববর্ষ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দরে বিআইড‌ব্লিউ‌টি‌সি ওয়ার্কার্স ইউ‌নিয়‌নের উ‌দ্যো‌গে পা‌লিত বৃক্ষ‌রোপন কর্মসূচীতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শেখ সাফা‌য়েত আলম সা‌নি।

এসময় সা‌নি ব‌লেন, জা‌তির জন‌কের জন্মই হয়েছিল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে। তাঁর ঘটনাবহুল রাজনৈতিক জীবন আবর্তিত হয়েছিল একদিকে জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে, অন্যদিকে আবার জাতি পুনর্গঠনের কাজেও। তাঁর দূরদর্শী কর্মকাণ্ড থেকে বাদ যায়নি বৃক্ষরোপণের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টিও। এ দেশের প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতে তিনি বৃক্ষরোপণের ওপরই জোর দিয়েছিলেন অনেক বেশি।

বিআইড‌ব্লিউ‌টি‌সি ওয়ার্কার্স ইউ‌নিয়‌নের সাধারন সম্পাদক জা‌কির হো‌সেন চুন্নু সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত বৃক্ষ‌রোপন কর্মসূচী‌তে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন বিআইড‌ব্লিউ‌টি‌সি ওয়ার্কার্স ইউ‌নিয়‌নের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ শামসুল অালম নয়ন, কদম রসুল পৌর ছাত্রলী‌গের সাধারন সম্পাদক ফারুক হো‌সেন জ‌নি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি আরাফাত রহমান জুম্মন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি অারফান অাবদুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের কার্যকরী সদস‌্য মোঃ সম্রাট, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ অানসার, বন্দর থানা ছাত্রলীগ নেতা অাজাহার হো‌সেন হৃদয়, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক রা‌কিবুল হাসান মুন্না, শেখ রাসেল জাতিয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: ওবায়দুল্লাহ খান প্রমুখ।

এর আগে সকা‌লে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবীগঞ্জ এলাকায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার উ‌দ্যো‌গে অা‌য়ো‌জিত বৃক্ষ‌রোপন কর্মসূচীরও উ‌দ্বোধন ক‌রেন সাফা‌য়েত অালম সা‌নি।

প্রসঙ্গত, ১৭ই মার্চ মুজিব বর্ষের আনুষ্ঠানিক সকল কার্যক্রম শুরু হওয়ার সকল প্রস্তুতি ছিল গোটা জা‌তির। কিন্তু বাধ সা‌ধে ক‌রোনা। ৮ই মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত হয়। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে জানানোর সাথে সাথেই তিনি মুজিববর্ষের সকল কার্যক্রম স্থগিত করেন। কিন্তু তিনি চালু রাখেন মানুষের জীবন রক্ষাকারী কিছু কর্মসূচি। তারই ধারাবাহিকতায় তিনি গত বৃহস্পতিবার (১৬ জুলাই) গণভবন থেকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে একযোগে এক কোটি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ