আলপনায় রঙিন চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ

নারায়ণগঞ্জ মেইল: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই একুশের প্রথম প্রহর। বাঙালি জাতির অনবদ্য অর্জন একুশে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বস্তরের মানুষ একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের। নারায়ণগঞ্জ শহীদ মিনারও প্রস্তুত করা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। শহীদ মিনার এবং তার সামনে সড়কটি চমৎকার আলপনায় সাজিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। আলপনা রঙে রঙিন এখন শহীদ মিনার প্রাঙ্গণ। শুধু কয়েক ঘণ্টা অপেক্ষা।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ